ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

মুক্তাগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
মুক্তাগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ গ্রেপ্তার ৩ বাঁয়ে পুলিশের সঙ্গে সাবেক প্যানেল মেয়র, ডানে গ্রেপ্তারকৃত অপর দুজন

ময়মনসিংহ: বিভিন্ন মামলায় ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্যানেল মেয়র মনিরুজ্জামান দুদুসহ (৫৫) তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাদের সংশ্লিষ্ট মামলায় ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



এর আগে রোববার রাতে পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মধুপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পৌর শহরের লক্ষ্মীখোলা এলাকার বাসিন্দা।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মনিরুজ্জামানের নামে হামলা-ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে। এছাড়া ডলার প্রতারণা চক্রের সদস্য মামুন ও জিহাদ নামের আরও দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারের আস্থাভাজন হওয়ায় মনিরুজ্জামান প্যানেল মেয়র নির্বাচিত হয়ে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি বরাদ্দের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পৌর এলাকায় জমি দখল ও সালিশ বাণিজ্যের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।