ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদের সাহসের কারণেই স্বৈরশাসক পালাতে বাধ্য হয়েছে: মঈন খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
ছাত্রদের সাহসের কারণেই স্বৈরশাসক পালাতে বাধ্য হয়েছে: মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান

নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান বলেছেন, ছাত্ররা স্বৈরাচারীবিরোধী আন্দোলনে বিজয়ী হয়েছে। তারা বন্দুকের গুলিকে ভয় পায়নি।

তাদের কোনো পিছুটান না থাকায় তারা বিজয়ী হয়েছে।

তিনি বলেন, ছাত্ররা বুক ফুলিয়ে বলেছে, আমাকে গুলি করো দেখি কত গুলি করতে পারো, কিন্তু আমার গায়ে হাত উঠাতে পারবে না। ছাত্ররা সেই সাহস দেখিয়েছিল বলেই বাংলাদেশ থেকে স্বৈরশাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে।  

বুধবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ মোড়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল ৩টায় পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ থেকে উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য এক র‍্যালি বের হয়।

আবদুল মঈন খান বলেন, তোমরা নতুন করে শপথ নাও, এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। ৫ আগস্ট আমরা যে সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামের মাত্র প্রথম অধ্যায় শেষ হয়েছে। সংগ্রামের দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমরা এ দেশে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করব।

তিনি বলেন, সংগ্রামের সর্বশেষ অধ্যায় হবে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনশ জনপ্রতিনিধি আমরা সংসদে পাঠাব। তারা জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়ে আইনের শাসন বাংলাদেশে কায়েম করবেন। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে নিয়ে আসবেন। এ দেশ পুনরায় একটি গণতান্ত্রিক দেশ হিসেবে নতুন করে গড়ে উঠবে। যেই গণতান্ত্রিক দেশ গড়ার জন্য ১৯৭১ সালে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল।  

তরুণ সমাজের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমাদের বলব, লেখাপড়া নিয়মিতভাবে করতে হবে। লেখাপড়া ছাড়া কিন্তু সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। তাহলে এ দেশ তোমরা শাসন করতে গেলে আওয়ামী লীগ যে ভুল করেছিল, আবার সেই ধরনের ভুল করার শঙ্কা থেকে যাবে।  

শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে যাওয়ার পরামর্শ দিয়ে বিএনপির এই নেতা বলেন, তোমাদের প্রত্যেককে বলব তোমরা ক্লাসে ফিরে যাও। তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আগামীর ভবিষ্যৎ, আগামীর পৃথিবী তোমাদের সামনে উন্মুক্ত হয়ে আছে। এদেশ তোমরাই পরিচালনা করবে, এদেশ তোমরাই শাসন করবে।

এ সময় উপস্থিত ছিলেন, খান ফাউন্ডেশনের চেয়ারম্যান রোকসানা খন্দকার, মঈন খানের মেয়ে নওশীন খান, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সাত্তার প্রমুখ।

শেষে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।