ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

রাজনীতিতে ফেরার সাহস হারিয়ে ফেলেছে আ. লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
রাজনীতিতে ফেরার সাহস হারিয়ে ফেলেছে আ. লীগ

ঢাকা: ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ ৫ মাস অতিবাহিত হলেও এখনো রাজনীতিতে ফিরতে পারেনি আওয়ামী লীগ। এখনো দেশে-বিদেশে আত্মগোপনে থেকেই দিন পার করতে হচ্ছে দলটিার নেতাকর্মীরা।

দ্রুতই এ পরিস্থিতি অনুকূলে আসবে এমন নিশ্চয়তাও পাচ্ছেন না তারা ৷

ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সৃষ্ট অভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর পরই দেশে ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। ওই দিনই আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরাও দ্রুত আত্মগোপনে চলে যায়। এর মধ্যে শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ কেউ ওই দিনের আগে ও পরে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেন। নেতাকর্মীরা আত্মগোপনে চলে যাওয়ার পর অস্তিত্বহীন হয়ে পড়ে আওয়ামী লীগ এবং এখন পর্যন্ত ওই অবস্থায়ই রয়েছে দলটি।  

সরকার পতনের পর দলের সভাপতি শেখ হাসিনা থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শীর্ষ পর্যায় থেকে শুরু করে জেলা উপজেলা, ইউনিয়ন পর্যায়ের অনেক নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। শেখ হাসিনার নামে এখন পর্যন্ত প্রায় আড়াই শ’মামলা হয়েছে। শীর্ষ পর্যায়ের নেতাদের কারো কারো নামে অর্ধশতাধিক মামলা রয়েছে। যেসব নেতাকর্মীর নামে মামলা হয়েছে তাদের অর্ধিকাংশের একাধিক এমন কি কারো কারো নামে তিন, চারটি,পাঁচটি করেও মামলা রয়েছে।

আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, পরিবার, জীবনজীবিকাসহহ বিভিন্ন কারণে অনেক নেতাকর্মী এখন আর নিজেকে লুকিয়ে রাখতে পারছেন না। আবার প্রকাশ্যে আসতেও পারছে না। কারণ হামলার ঝুঁকি কাটেনি, প্রকাশ্যে এলেই হামলা হতে পারে এ ভয়ে এখনও আত্মগোপনে থেকে দিন কাটা হচ্ছে ৷ প্রায় প্রত্যেকের নামেই একাধিক মামলা রয়েছে। প্রকাশ্যে এলে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে এমন ভয়ও রয়েছে। দীর্ঘ প্রায় ৫ মাস অতিবাহিত হলেও এখনও আওয়ামী লীগ সংকট থেকে মুক্ত হতে পারেনি। ফিরতে পারেনি স্বাভাবিক রাজনীতিতে। দলে নেতাকর্মীরা আত্মগোপনে থেকে, পালিয়ে দিন কাটাচ্ছে। এটা দলের আওয়ামী লীগের জন্য বিরাট বিপর্যয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগ যে ভয়াবহ বিপর্যয়ে পড়েছিল গত বছরের ৫ আগস্টের অভ্যুত্থানের পর দলটির বিপর্যয় আরও শোচনীয় পর্যায়ে পৌঁছেছে ।

আওয়ামী লীগের ওই নেতাকর্মীরা আরও জানান, দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যেকেই এখনো হামলার ঝুঁকিতে আছেন ৷ এখনো আত্মগোপনে থেকে দিন কাটাচ্ছেন তারা ৷ প্রায় প্রত্যেকের নামেই একাধিক মামলা রয়েছে, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন এমন ভয়ে আছেন তারা। এভাবে আর কতদিন কাটাতে হবে,  সে বিষয়ে দলের নীতি নির্ধারকরা স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। দল থেকে নেতাকর্মীদের প্রতি দিকনির্দশনা কি তাও নীতি নির্ধারকরা বলতে পারেন না ৷ কবে রাজনীতিতে ফিরতে পারবে সে বিষয়ে তারা কোনো ধারণা দিতে পারেন না ৷

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা বলেন, দলের কোনো কোনো নেতার সঙ্গে মাঝে মধ্যে কথা হয় কিন্তু তারা কোনো বিষয়ে কিছু বলতে পারছে না। নেতাদের দিক থেকে কোনো দিক নির্দশনা নেই। গত ৫ মাস ধরে তারা এ কথাগুলো বলে আসছেন ৷

আওয়ামী লীগের আরেক নেতা বলেন, সাধারণ কর্মীরা ক্ষমতা নিয়ে চিন্তা করে না। ভয়ে ভয়ে থাকতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
এসকে/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।