ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

রাজনীতি

নীলফামারীতে ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
নীলফামারীতে ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়

শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- নীলফামারী শহরের বাবুপাড়া এলাকার নাজমুল হোসেন ও জুম্মাপাড়া এলাকার ফরহাদ হোসেন।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নীলফামারী সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামীম শাহ আলম তমুর গ্যারেজে অগ্নিসংযোগ ও হামলা মামলায় ছাত্রলীগের দুই নেতা নাজমুল ও ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। নাজমুলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তিনি জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং অপরজন ছাত্রলীগ কর্মী।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।