ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

মাইজদীতে ৩ সমন্বয়ককে মারধরের ঘটনায় আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
মাইজদীতে ৩ সমন্বয়ককে মারধরের ঘটনায় আটক ২

নোয়াখালী: নোয়াখালীর মাইজদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আহত হয়েছেন।  

আহত সমন্বয়করা হলেন- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান সীমান্ত (২৪), স্থানীয় ছাত্র সমন্বয়ক মামুনুর রশীদ তুষার (২৬) ও হাসান আহম্মেদ গালিব (২৬)।

 

শনিবার (৫ জানুয়ারি) রাত ২টার দিকে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোড সংলগ্ন মধুসূদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান খান জানান, মাইজদীর হকার্স মার্কেটের একটি দোকান নিয়ে আগে থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। শনিবার সন্ধ্যার দিকে ওই দোকানের দখল নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় সেখানে গিয়ে সমন্বয়করা কথা বলেন। পরে পাশের সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে বিষয়টির সমাধান হয়।

সমন্বয়করা পরে সেনাবাহিনীর ক্যাম্পের দিকে যাচ্ছিলেন। এসময় কেউ তাদের ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেন যে ‘সমন্বয়ক চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে এবং তারা কট। ’ ফেসবুকের স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে রাত পৌনে ২টার দিকে যাদের সঙ্গে ঝামেলা হয়েছিল, তাদের কাছে গিয়ে বিষয়টি জানতে চান সমন্বয়করা। তখন কয়েকজন সমন্বয়কদের মারধর করেন। পরে অন্যান্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  

এ ঘটনায় বাপ্পী (২৮) ও ফাহাদ (৩০) নামে দুজনকে আটক করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় এখনো জানা যায়নি।  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল জকি হোসেন বলেন, এ হামলার সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে রোববার সকালে দুজনকে আটক করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।