ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ফাইল ফটো

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তারেক রহমান এতে ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন।

দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে আজ বৈঠকটি হচ্ছে। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।

কাতারের আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডন যাবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সেখানে চিকিৎসকরা বললে খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে যাবেন বলেও জানিয়েছেন ডা. জাহিদ।

এর আগে রোববার (৫ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।