ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল, সম্পাদক অমিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৬, জানুয়ারি ৮, ২০২৫
নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল, সম্পাদক অমিত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে হাফেজ মো. ইসমাইলকে সভাপতি ও মোঃ অমিত হাসানকে সাধারণ সম্পাদক করে মহানগর ইসলামী ছাত্রশিবিরের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) শহরের মিশনপাড়ায় ছাত্রশিবিরের কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম ২০২৫ সালের জন্য এ কমিটি ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি আসাদুজ্জামান রাকিব জানান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন এবং সেক্রেটারি কেন্দ্র থেকে নির্বাচিত হন।

পরে বিকেলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে শপথ পাঠ করান।

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
এমআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।