ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

হাসিনার পতন হয়েছে ফেরাউনের মতো: চরমোনাই পীর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
হাসিনার পতন হয়েছে ফেরাউনের মতো: চরমোনাই পীর বক্তব্য দিচ্ছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

খুলনা: ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ফেরাউনের মতো নির্যাতনকারী, অত্যাচারী শেখ হাসিনার পতন হয়েছে। আল্লাহ ছাত্র-জনতাকে দিয়ে তা করিয়েছেন।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর জামিয়া রশিদিয়া খোয়ালখালীর বাইতুল করিম মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে, নগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসানের পরিচালনায়  এ সভা অনুষ্ঠিত হয়।

রেজাউল করিম বলেন, সারা দুনিয়ার শাসন ব্যবস্থায় সার্বিকভাবে পরিবর্তন আসছে। সেই পরিপেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও পরিবর্তন হয়েছে। ৯২ শতাংশ মুসলমানের দেশে সুশাসনের জন্য দেশের আলেম-ওলামারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আগামীতে অনেক কিছুই করা সম্ভব হবে।  

তিনি বলেন, আলিয়া হোক বা কওমি হোক, সব মাদরাসার আলেমরা একসঙ্গে থাকলে আমাদের শক্তি বাড়বে। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে আমাদের শক্তি কমে যাবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য দেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতি গোলামুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন।  

এর আগে সকালে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে মাদরাসা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এমআরএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।