ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

নিকলী উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি মিঠু, সম্পাদক হেলিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
নিকলী উপজেলা বিএনপির কমিটিতে
সভাপতি মিঠু, সম্পাদক হেলিম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিল ভোটে সভাপতি পদে অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু ও সাধারণ সম্পাদক পদে আতিকুল ইসলাম তালুকদার হেলিম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে সম্মেলনের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে এ দুটি পদে ভোটের মাধ্যমে বিজয়ী হওয়ায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।  

এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে নিকলী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।  

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।  

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন-বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।  

নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন- কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া, কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুল আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফসহ অনেকে।  

দীর্ঘ ১৫ বছর পর সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।  

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।