ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র যদি কোনো রাজনৈতিক বা ঐতিহাসিক দলিলে পরিণত হয় তাহলে অবশ্যই সেটিকে আমরা (বিএনপি) সম্মান করি। আর সেটা প্রণয়ন করতে গিয়ে যেন সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের পরামর্শ নেওয়া ও আলোচনা করা হয়; সে বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের কাছে সবথেকে বেশি জরুরি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা। এবং ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তর করে, সেটাকে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি। এবং সে ঐক্যকে ধরে রেখে যেন জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর সেটাই হচ্ছে আমাদের জন্য এখনকার সব থেকে বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, আমাদের এই প্রচেষ্টার কারণে সব রাজনৈতিক দল- যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে, তাদের সবাইকে নিয়ে একটি অন্তবর্তীমূলক রাজনৈতিক যেকোনো বক্তব্য আমরা দিতে চাই। এখন যেকোনো রকমের অনৈক্যের বীজ আমাদের মাঝে কোনো ফ্যাসিবাদ বিরোধী শক্তি যেন রোপণ না করতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, আমাদেরকে প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন আসার জন্য। আমরা এসেছি, কথা বলেছি। রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের মতামত বা পরামর্শ দেওয়ার দরকার, আমরা দিয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রসঙ্গে আলোচনা হয়েছে। এখানে বেশকিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দিয়েছেন।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, আমরা প্রশ্ন করেছি, সাড়ে পাঁচ মাস পরে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের কোনো প্রয়োজন আছে কিনা। আর যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। এবং এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেন ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেটায় যেন ফাটল না ধরে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমি প্রধান উপদেষ্টাসহ বাকি সব উপদেষ্টাকে বলেছি এই বিষয় যেন আপনারা নজরে রাখেন। জাতি জাতীয় ঐক্যের মাঝে কোনো ধরনের ফাটল সৃষ্টি না হয় এবং আমাদের মাঝে কোনো ধরনের বিভ্রান্ত সৃষ্টি না হয়।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
ইএসএস/এমজে