রাজশাহী: দীর্ঘ প্রায় ১৫ বছর পর রাজশাহীর ঐতিহ্যবাহী মাদরাসা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন শুরু হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা ও মহানগরী শাখার আয়োজনে এ সম্মেলন শুরু হয়।
এর আগে ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি রাজশাহীতে সর্বশেষ জনসভা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর আর বড় কোনো সভা-সমাবেশ করতে পারেননি তারা। ফলে দীর্ঘ ১৫ বছর পর আবারও রাজশাহীতে বড় জমায়েত করেছে দলটি।
সম্মেলনে রাজশাহী মহানগর জামায়াতের আমীর মাওলানা ড. কেরামত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের নায়েবে আমীর ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল ও রাজশাহী অঞ্চল পরিচালক মো. শাহাবুদ্দিনসহ শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলন ঘিরে আজ সকাল থেকেই আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
দীর্ঘদিন পর সম্মেলন পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন সবাই। কর্মী সম্মেলন ঘিরে রঙিন ব্যানার, ফেস্টুন, তোরণে সেজেছে পুরো রাজশাহী।
অনুষ্ঠানস্থলের আশপাশসহ মহানগরীর প্রতিটি মোড়ে সুসজ্জিতভাবে সাঁটানো হয়েছে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। এছাড়া জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, রাজশাহীর শহীদ আলী রায়হান ও শহীদ সাকিব আনজুমের ছবিও পৃথক পৃথক ব্যানারে স্থান পেয়েছে।
এছাড়া আওয়ামী লীগের আমলে ফাঁসি দেওয়া মতিউর রহমান নিজামীসহ জামায়াতের নেতাদের ছবি-বাণীও ঠাঁই পেয়েছে ব্যানার-ফেস্টুনে। সকাল থেকে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো মাদরাসা ময়দান।
আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর অনেক আগেই মাদরাসা মাঠের আশপাশের এলাকায় জনস্রোত দেখা গেছে।
রাজশাহী ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু করে জাদুঘর মোড়, মুক্তমঞ্চ থেকে সীমান্তে নোঙর পর্যন্ত জামায়াতে ইসলামী ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে।
সম্মেলন ঘিরে রাজশাহী মহানগর জামায়াতের আমীর মাওলানা ড. কেরামত আলী বলেন, জেলা ও মহানগরের লক্ষাধিক মানুষ এই সম্মেলনে অংশ নেবেন। এ লক্ষ্যে অনুষ্ঠানস্থল প্রস্তুত করা হয়েছে আগেই।
সমাবেশ থেকে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান চলমান সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে কর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এসএস/এএটি