ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন প্রলম্বিত হলে সংকট বাড়বে: খায়রুল কবির খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
নির্বাচন প্রলম্বিত হলে সংকট বাড়বে: খায়রুল কবির খোকন

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া অর্থাৎ অনির্বাচিত সরকার দ্বারা দেশ পরিচালনা অনেক কঠিন। আমরা চাই সংস্কার।

তবে দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচনের রোড ম্যাপ ও নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। কারণ নির্বাচন যতই প্রলম্বিত হবে, র্দীর্ঘায়িত হবে, সংকট ততই বাড়েবে। দেশ পরিচালনার ক্ষেত্রে আমার দেখতে পাচ্ছি ,অর্থনৈতিক সংকট রয়েছে। যতই দিন গড়াবে  নির্বাচন যত বিলম্বিত হবে দেশের সংকট তত বাড়বে। অর্থনৈতিক,রাজনৈতিক সংকট আরও তীব্র হবে। তাই বিএনপি তথা জনগণের দাবি অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে চিনিশপুর বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপির উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ পরিবারের দুর্নীতি শুধু মাত্র দেশেই নয়। বিদেশেও তারা দুর্নীতি করেছে। শেখ হাসিনার আত্মীয় ব্রিটিশ পাল্টামেটের সদস্য টিউলিপের দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। উন্নয়ন উপ-প্রকল্পের নামে ৭ বিলিয়ন ডলার লুটপাট করেছে আওয়ামী লীগ। ৩০০ বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যাকাউন্টে পাচারের প্রমাণ এফবিআই পেয়েছে। বাংলাদেশের আইডি কার্ড ভারতের কাছে ২০ হাজার কোটি টাকায় বিক্রি ও তৈরির নামে লোপাট করেছে। শেখ হাসিনা ও তার পরিবারের সদ্যসরা বাংলাদেশের অর্থ-সম্পদ লুটপাট করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে।

তিনি আরও বলেন, প্রশাসনে স্বৈরাচার হাসিনার দোসরার এখনো ঘাপটি মেরে বসে আছে। তাদের রেখে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। গণহত্যা ও দমন নিপীড়নের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।

শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামালের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা, হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল হাসান, যুবদল নেতা সুমন চৌধুরী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, ইউনিয়ন বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।