ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

হত্যা মামলায় লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
হত্যা মামলায় লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ আব্দুল লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা মামলায় সাবেকমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।  

বুধবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এ আদেশ দেন।

 

সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক জুলফিকার আজাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, এনায়েতপুর থানায় হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ১৫ পুলিশ হত্যা মামলায় লতিফ বিশ্বাসকে আদালতে হাজির করা হয়। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে এনায়েতপুর থানা পুলিশ। শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়াস্থ নিজ বাড়ি থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার যৌথবাহিনী। ওইদিন সন্ধ্যায় এনায়েতপুরে ছাত্র-জনতার আন্দোলনে ১৫ পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এছাড়াও ওইদিন তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে আরও একটি মামলা দায়ের করে বেলকুচি পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।