ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, ফেব্রুয়ারি ১, ২০২৫
বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এনামুল হক

বগুড়া: বগুড়ার গাবতলীতে এনামুল হক (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচকাতুলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এনামুল হক উপজেলার পাঁচকাতুলী গ্রামের মৃত শাহজাহান আলী মণ্ডলের ছেলে। সে রামেশ্বরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

জানা যায়, গত ৫ আগস্টের পর হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা মহিলা দলের সভানেত্রী সুরাইয়া জেরিন রনি বাদী হয়ে এনামুলসহ আরও অনেককে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় পাঁচকাতুলী মণ্ডল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গাবতলী মডেল থানার এসআই শরিফুল ইসলাম জানান, রাজনৈতিক মামলায় এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি থানা হেফাজতে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।