ভোলা: জুলাই-আগস্ট বিপ্লবের পর মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেছেন, ৫৩ বছর পরে ২৪-এর জুলাই-আগস্ট বিপ্লবের কারণে বাংলাদেশের মানুষ চায় যে, আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি ও জাতীয় পার্টি দেখেছি।
রোববার (০২ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার বাংলাস্কুল মাঠে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, আজকে যে পরিবেশ তৈরি হয়েছে, আমরা চাই ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া যায় কি না। এই জন্য আমরা চেষ্টা করতেছি। গত ৫ আগস্টের পর যখন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে নাই, দেশের প্রশাসনিক অবস্থা ভেঙে পড়েছিল তখন আমরা দেশকে সুরক্ষার জন্য হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদেরকে নিজেদের দায়িত্বে পাহারা দিয়েছি। ১৯৮৭ সাল ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিতর্কিত ও কোনো অন্যায় কাজ প্রকাশিত হয়নি। কারণ আমরা রাজনীতি করি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য। সেই হিসেবে আমরা সকলকে আহ্বান করব, দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে একবার ক্ষমতায় এনে এর সুফলের অপেক্ষায় থাকি।
ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের ওপরের নেতারা যেমন দুর্নীতিবাজ তেমন নিচের কর্মীরা হলো চাঁদাবাজ। যেমন নেতা তেমন কর্মী। আবার ওই রকম দল। আমরা যদি ভালো রাষ্ট্র ও ভালো রাজনীতি পেতে চাই এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই তাহলে ভালো একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় নিতে হবে। বিগত ৫৩ বছর লুটপাট, দুর্নীতি-দুঃশাসন, জুলুম নির্যাতন ও বে-ইনসাফি হয়েছে। বিগত দিনে কোনো একটি সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই। অনেক সরকার গেছে কেউই ভবিষ্যতে যাতে মানুষ ভালোভাবে ভোট দিতে পারে ও সুষ্ঠু নির্বাচন হতে পারে এমন একটি টেকসই নির্বাচন ব্যবস্থা করতে পারে নাই। ইচ্ছে করে নাই। কারণ যারাই ক্ষমতায় ছিল, তাদের ফন্দিফিকির ছিল তারা কীভাবে ক্ষমতায় দীর্ঘায়িত করতে পারবে। জনগণকে তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করবে এই চিন্তা তাদের মধ্যে ছিল না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ তো মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। তারা প্রথমে বলেছিল ২০২০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এর পর এক তরফা নির্বাচনের মাধ্যমে ২০৪০ সাল ও ২০৭১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। আজ কোথায় গেল তারা! আমি বলব আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম ও আত্মসম্মানবোধ আছে তারা তওবা করে এই দল ছাড়ুন। যারা বিদেশে পালিয়ে গেছে তাদের উসকানিতে দেশকে অস্থিতিশীল করবেন তা আর বাস্তবায়িত হবে না।
সম্মেলনে আরো বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলার সভাপতি মাহমুদুল হাসান, সাবেক সাধারণ মানজুর নোমানসহ ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা।
সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। কমিটিতে মাওলানা আতাউর রহমানকে সভাপতি, মাওলানা ওবায়েদ বিন মোস্তফাকে সহসভাপতি ও মাওলানা তরিকুল ইসলামকে সেক্রেটারি করা হয়।
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এসএএইচ