বগুড়া: প্রাইভেটকার মেরামত করতে আসা আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জুয়েলকে (৪৭) আটক করে পুলিশে দিয়েছে বিএনপির নেতা-কর্মীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরতলীর মাটিডালী মোড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জুয়েল জেলার গাবতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি জানান, জুয়েল গাবতলীর শ্রমিক দল নেতা জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। উচ্চ আদালতের আদেশে আগামী ২৭ মে পর্যন্ত তিনি জিল্লুর হত্যা মামলায় জামিনে রয়েছেন তিনি। বুধবার দুপুরে তিনি মাটিডালী মোড়ে প্রাইভেটকার মেরামত করতে একটি গ্যারেজ আসেন। এ সময় স্থানীয় কিছু বিএনপি নেতা-কর্মী জুয়েলকে আটক করে পুলিশে খবর দেন। পরে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়। জুয়েল আরও একটি হত্যা মামলার আসামি। তাকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আদালতে হাজির করা হবে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
এসআরএস