ঢাকা: ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে বাংলাদেশ সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকার সৌদি দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও সৌদি আরবের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির ও সাবেক এমপি সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাহমুদুল হাসান চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৫
টিএ/আরএইচ