ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

রাজনীতি

আইনশৃঙ্খলার অবনতির ফাঁকে ফ্যাসিবাদ যেন মাথাচাড়া না দেয়: সালাহউদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
আইনশৃঙ্খলার অবনতির ফাঁকে ফ্যাসিবাদ যেন মাথাচাড়া না দেয়: সালাহউদ্দিন বক্তব্য দিচ্ছেন সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেকমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, আপনারা শক্ত হাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় এবং এই ফাঁকে পতিত ফ্যাসিবাদের দোসররা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার বিমানবন্দরে নেমে অপেক্ষমাণ সাংবাদিকদের এক সংক্ষিপ্ত ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

বর্তমান পরিস্থিতিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েও সালাহউদ্দিন আহমদ বলেন, আপনারা ধৈর্য ধরুন। দেশে নৈরাজ্য পরিস্থিতির সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথ উত্তরণে বাঁধা আসতে পারে।

এর আগে সালাহউদ্দিন আহমদ তার নিজ জেলা শহর কক্সবাজারে পৌঁছালেই বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী বিমানবন্দরে তাকে স্লোগানে স্লোগানে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে সালাহউদ্দিন আহমদকে অভ্যর্থনা জানাতে আগে থেকে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, বিএনপি নেতা অধ্যাপক আজিজুর রহমান, যুবদল সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরওয়ার রোমন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানসহ অসংখ্য নেতা-কর্মী।  
পরে বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা তার গ্রামের বাড়ি পেকুয়ার উদ্দেশে রওনা দেন। আগামী ১০ ফেব্রুয়ারি তিনি ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।