নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ চারজন আটক হয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়রি) রাতে হাতিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ (৬৪), তমরুদ্দি ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম রাকছান (২৪), আব্দুল কাইয়ুমের ছেলে আবদুল মাজেদ পলাশ (৪৩) ও আব্দুল জাহের (৩৯)। তারা সবাই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
অভিযান সূত্র জানায়, হাতিয়ায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান আজাদকে হাতিয়া পৌরসভার ওছখালী পুরাতন বাজারের ২ নম্বর ওয়ার্ড থেকে আটক করেন। বাকি তিনজনকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খাসেরহাট এলাকা থেকে আটক করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
এসআই