ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মো. মনিরুজ্জামান জুন

নীলফামারী: জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি মো. মনিরুজ্জামান জুন নামে নীলফামারীর সৈয়দপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের কিসামত কাদিকোল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৯৪ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে ধারালো ছোরা, লাঠি, লোহার রড, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়াসহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালানো হয়। এতে সৈয়দপুর শহরের দিনাজপুর মোড় থেকে পাঁচমাথা মোড়ে যাওয়ার পথে বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের তমদ্দি প্রামাণিকের ছেলে নুর ইসলাম পায়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি (নুর ইসলাম) বাদী হয়ে গত বছরের ০৬ সেপ্টেম্বর ৬৩ জনের নাম উল্লেখ করে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪। ওই মামলায় মনিরুজ্জামান জুনকে ২ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযান কর্মসূচির আওতায় মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।