ঢাকা, রবিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ শাবান ১৪৪৬

রাজনীতি

ডেভিল হান্ট: কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
ডেভিল হান্ট: কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান আটক নুরুল ইসলাম

কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলামকে (৫০) আটক করেছে পুলিশ।  

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ওই ইউনিয়নের কচুয়াদহ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

আটক নুরুল ইসলাম মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক। তিনি ওই এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে নুরুল ইসলামকে আটক করা হয়েছে। একটি মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়।  

এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মিরপুর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় চেয়ারম্যান নুরুল ইসলামকে উপস্থিত থাকতে দেখা গেছে। ওই সভায় আওয়ামী লীগপন্থি অন্যান্য ইউপি চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। এর পরই ছাত্র-জনতার ক্ষোভের মুখে পড়েন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।