ঢাকা, রবিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ শাবান ১৪৪৬

রাজনীতি

ডেভিল হান্ট: রাজশাহী জেলা যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
ডেভিল হান্ট: রাজশাহী জেলা যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১৪ ইয়াসির আরাফাত সৈকত

রাজশাহী: সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতসহ (৪২) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ১৪ জনের মধ্যে রাজশাহীতে ১০ জন ও মহানগর এলাকায় চারজন গ্রেপ্তার হয়েছেন।

যুবলীগ নেতা সৈকতকে গ্রেপ্তার করেছে রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ। এছাড়া গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেককে গোদাগাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম জানান, ইয়াসির আরাফত সৈকত ও আব্দুল মালেক ছাড়াও আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে বাগমারা থানার একটি মামলায় জেলা যুবলীগের সহ-সভাপতি নাঈম ইসলাম, জেলার বাগমারা উপজেলা কৃষক লীগের অর্থ সম্পাদক জালাল উদ্দিন, চারঘাট থানার মামলায় এই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুর গ্রেপ্তার হয়েছেন।

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. অভিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।