ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

রাজনীতি

খুলনার শহীদ হাদিস পার্কে জামায়াতের সমাবেশ মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
খুলনার শহীদ হাদিস পার্কে জামায়াতের সমাবেশ মঙ্গলবার সভায় বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

খুলনা: মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শহীদ হাদিস পার্কে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

সমাবেশ সফল করতে বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটিতে সব থানা ও ওয়ার্ডের আমির, সভাপতি এবং সেক্রেটারিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশ ও মিছিল সফল করতে দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে দলমত, ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি ও পেশা নির্বিশেষে সবাই আন্দোলনে নামলেও নিষিদ্ধ করা হয়েছিল শুধুমাত্র জামায়াতকে। আর আন্দোলনকারীদের রাজাকার বলার সঙ্গে সঙ্গে চলমান আন্দোলন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। জামায়াতকে নিষিদ্ধ করার মাত্র কয়েকদিনের মধ্যেই আওয়ামী-বাকশালীদের তখতে তাউসের পতন এবং তাদের খুনি নেত্রীসহ সব মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। মূলত যারাই জামায়াত নির্মূল করার ষড়যন্ত্র করেছে তারাই ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আর জামায়াতের ওপর রয়েছে আল্লাহ তায়ালার রহমত। জামায়াতে ইসলামী আল্লাহভীরু লোকদের পার্লামেন্টে পাঠিয়ে দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়।  

তিনি আরও বলেন, মানুষের তৈরি আইন দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। আগামী দিনে যারা সে বৃত্তে আটকে থাকবে জনগণ তাদের আর কোনোভাবেই গ্রহণ করবে না।  

মাওলানা আবুল কালাম আজাদ দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, এ সমাবেশে সব নেতাকর্মী যেন সুশৃংখল ও সুন্দরভাবে অংশ নিতে পারে সেই দায়িত্ব আপনাদেরই পালন করতে হবে। হাদিস পার্কের বিক্ষোভ সমাবেশ ঐতিহাসিক জনসভায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান।  

এ সময় কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের খুলনা মহানগরীর সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান, খুলনা সদর থানা আমির মো. হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমির জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমির আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমির মোহাম্মদ মোশারফ হোসেন আনসারী, হরিণটানা থানা আমির মো. আব্দুল গফুর, লবণচরা থানা আমির মুজাফফর হোসেন, আড়ংঘাটা থানা আমির মনোয়ার হোসেন আনসারীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সমবেশের সফলতা কামনা করে মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে জেলা ও মহানগরীর উদ্যোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বক্তব্য দেবেন। সমাবেশ সফল করতে আপনাদের নিরলস পরিশ্রম করতে হবে।  

তিনি নতুন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, দীর্ঘ ১৪ বছরের বেশি সময়ের পর জামায়াতে ইসলামীর এ সমাবেশ ঘিরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এর সফল রূপ দিতে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।