ঢাকা: চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ১৩ দিনের সফরে চীন যাচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি এই সফরে অংশ নেবেন। চায়না কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক ব্যুরোর পক্ষ থেকে তাকে এই আমন্ত্রণ জানানো হয়েছে।
১৩ দিনব্যাপী এই সফর ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ৬ মার্চ শেষ হবে। সফরকালে প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবে এবং আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবে। সফরের মূল লক্ষ্য হলো চীনের অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত উদ্ভাবন, শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে জোরদার করা।
প্রতিনিধিদলের সদস্য হিসেবে নাছির উদ্দীন নাছির চায়না কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। সফরকালে তিনি ‘চীনের আধুনিকায়ন প্রক্রিয়ার অর্জনসমূহ ও বাংলাদেশের জন্য সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে অংশ নেবেন।
এছাড়া তিনি চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক শীর্ষস্থানীয় একটি কোম্পানি পরিদর্শন করবেন এবং চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অগ্রগতি ও তার ব্যবহারিক প্রভাব পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি চীনের অর্থনৈতিক অঞ্চল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং ব্যবসায়ী ও শিল্প নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক এই সফরে চীনের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা অর্জন করবেন এবং এটি বাংলাদেশের কৃষিখাতে কীভাবে কার্যকরভাবে প্রয়োগ করা যায় সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন।
এ সফরে প্রতিনিধি দলটির সদস্য হিসেবে নাছির উদ্দীন নাছির চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং সেখানে ছাত্র-শিক্ষকদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ সেমিনারে অংশ নেবেন। এসব সেমিনারে তিনি আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, প্রযুক্তিগত গবেষণা ও উদ্ভাবন এবং বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেবেন।
এ সফরে নাছির ছাড়াও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন। প্রতিনিধি দলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা থাকবেন। তারা চীনের উন্নয়ন মডেল থেকে অভিজ্ঞতা গ্রহণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২,২০২৫
এফএইচ/এএটি