ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

রাজনীতি

১৬ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত: শাহাজাদা মিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
১৬ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত: শাহাজাদা মিয়া বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহুরুল হক শাহাজাদা মিয়া।

ফরিদপুর: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহুরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, গণতন্ত্রের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। এখন যারা বলে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছি, তারা ভুল বলে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে একবারই বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। দেশ একবারই স্বাধীন হয়, দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়নি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয়ের শাখাওয়াত হোসেন খানের পরিচালনায় লায়ন্স ক্লাব অব ঢাকা অপরাজিতা গার্ডেন আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির, স্বাস্থ্য পরীক্ষা, চশমা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহজাদা মিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা থেকেই সংস্কার সৃষ্টি হয়েছে। এখন তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ড. ইউনূস সাহেব আপনি ৩১ দফা পড়লেই তার মধ্যে সব সংস্কার পেয়ে যাবেন। আপনাকে আর কোনো কিছু করতে হবে না। আপনি ৩১ দফা মেনে দেশ পরিচালনা করে দ্রুত নির্বাচন দেন। গত ১৬ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ভোটের অধিকার চায়, জনগণ যেন ভোট দিতে পারে।

সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকলেছুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান দুলাল, খন্দকার মনিরুজ্জামান, বাবুল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।