ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

রাজনীতি

বিএনপি জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে চায়: রিপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
বিএনপি জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে চায়: রিপন গোপালগঞ্জে বিএনপির সমাবেশে আসাদুজ্জামান খান রিপন

গোপালগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ড. আসাদুজ্জামান খান রিপন বলেছেন, ১৬ বছর আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। বাংলাদেশে আমরা গণতান্ত্রিক সরকার গঠন করতে চেয়েছিলাম।

এখনও বিএনপি জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে চায়। তাই এই সরকারের উচিত হবে ধানাইপানাই বাদ দিয়ে নির্বাচন দেওয়া।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় স্থানীয় পৌর পার্কের মুক্ত মঞ্চে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কোনো উপদেষ্টা যদি বলেন আগে স্থানীয় নির্বাচন হবে। তারপর জাতীয় নির্বাচন। আবার কোনো কোনো দল বলছে আগে শেখ হাসিনার বিচার করতে হবে। আওয়ামী লীগের বিচার শেষ করে নির্বাচন করতে হবে। আওয়ামী লীগ কত বছরে জামায়াতের নেতাদের বিচার করে ফাঁসি দিয়েছে। তাতে ৫/১০ বছর সময় লেগেছে। তাহলে কি আমরা নির্বাচনে জন্য ৫ বছর ১০ বছর অপেক্ষা করবো। এমনিতেই তো আপনারা পারছেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা রাত ৩টার সময় সংবাদ সম্মেলন ডেকেছেন। দেশে একটা নির্বাচিত সরকার না থাকার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণের নাগালের বাইরে চলে গেছে। চুরি, ডাকাতি আর রাহাজানি বেড়ে গেছে।

তিনি আরও বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যে সব ডিসি, এসপি ও ওসি রাতের ভোটে সহায়তা করেছে তাদের কেন এখনও পোষা হচ্ছে। তাদের এখনও চাকরি থেকে বাদ দেওয়া হয়নি। সরকারের মধ্যে ভুত রেখে কখনও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। তাই ওই সব কর্মকর্তাদের চাকরি থেকে বাদ দিতে হবে। আমাদের একটা সুন্দর বাংলাদেশ গড়তে হবে। একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনীতি হানাহানি, মারামারি, শত্রুতা রাখা যাবে না। আমি বিশ্বাস করি যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে গোপালগঞ্জের মানুষ আর নৌকা মার্কায় ভোট দেবে না। কারণ অতীতে তারা নৌকা মার্কায় ভোট দিয়ে প্রতারিত হয়েছেন।  

তিনি বলেন, গোপালগঞ্জ নাকি নৌকা মার্কার ঘাঁটি। কিন্তু নৌকা মার্কা গোপালগঞ্জবাসীকে কি দিয়েছেন। এখানে একজন পুলিশের আইজিপি ছিলেন বেনজীর আহমেদ। তিনি এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি জোরজবরদোস্তি করে দখল করে খামার করেছিলেন। বাংলাদেশের জনগণের লুটের টাকায় জনগণকে জিম্মি করে লুট, গুম, খুন করেছিলেন পুলিশের এই সর্বোচ্চ ব্যক্তিটি। হাজার হাজার কোটি টাকা অবৈধ ভাবে কামিয়েছিলেন।  

গোপালগঞ্জে তিনি একটা জমিদারি ব্যবস্থার জন্য চেষ্টা চালিয়েছিলেন। অবৈধ টাকায় মানুষের চোখের পানিতে তিনি সম্পদ অর্জন করেছেন। ঢাকার ভূমি দস্যুদের মতো একটু বালু ফেলে সংখ্যালঘুদের জমি দখল করেছেন।  

রিপন বলেন, আমরা ছোট বেলায় শুনেছি চোর পালালে নাকি বুদ্ধি বাড়ে। আমাদের সরকারের অবস্থা হয়েছে তাই। মাঝে মধ্যে দেখি অমুককে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। কিন্তু তার আগেই পগারপার। এগুলো ফাজলামি নাকি অন্য কিছু। আমরা স্পষ্ট জানতে চাই এই যে আওয়ামী লীগের দোসররা যারা জনগণের সম্পদ লুটপাট করেছে, যারা খুন গুমের সঙ্গে জড়িত, যারা দুর্নীতি করেছে এই দুর্নীতিবাজ সাবেক এমপি মন্ত্রীরা কোথায় আছে।  

নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যদি অবাধ নিরপেক্ষ ভোট হয় তাহলে বিএনপি জিতবে। এই নির্বাচনটা যাতে বাধাগ্রস্ত হয়, বিলম্বিত হয় তার জন্য ষড়যন্ত্র চলছে। দুপুর ১২টার দিকে কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা হয়েছে। এটা কি স্বাভাবিক ঘটনা। এখন তো দেশে সরকার আছে। খোদ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা হয়েছে। পাকিস্তানে আমরা মাঝে মধ্যে শুনি ওখানে সেনাবাহিনী বিমানবাহিনীসহ নানা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। কিন্তু সে আলামত বাংলাদেশে কেন? এর কারণটা হচ্ছে বাংলাদেশে যাতে দ্রুত নির্বাচন না হয়। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই।

তিনি বলেন, নেতা যখন দেউলিয়া হয়ে যায়, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাকে স্বৈরাচারী হতে হয়, জুলুমবাজ হতে হয়। আর এটা হচ্ছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ কারো গায়ে লেখা থাকে না। এই ধরনের চরিত্র যাদের থাকে তারা জনগণকে বিশ্বাস করে না। আর ৫ আগস্টে ফ্যাসিবাদী পতন ঘটেছে। কিন্তু তাদের দোসররা নানা জায়গায় আছে।

প্রধান বক্তা জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, তারেক জিয়ার ৩১ দফা গোপালগঞ্জের ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। গত ১৬ বছরে যত গুম-খুন হয়েছে হাসিনার অর্ডারে হয়েছে। হাসিনার অর্ডারে আয়না ঘরে আটকে নির্যাতন করা হয়েছে। আজকে এর প্রত্যেকটা ঘটনার বিচার এ দেশের মাটিতে হতে হবে। গোপালগঞ্জের মাটি আমরা মনে করি ধানের শীষের ঘাঁটি। গোপালগঞ্জে যারা আওয়ামী লীগ করতো তারাও কিন্তু হালুয়া রুটির ভাগ পায়নি।  

তিনি আরও বলেন, শেখ পরিবার পালালো কীভাবে? ইউনূস সাহেবকে জবাব দিতে হবে। তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে এদেশ থেকে চলে গেল কীভাবে? এই গোপালগঞ্জের মানুষ যারা অন্ধের মতো নৌকায় ভোট দিত তারাও এখন বলতে শুরু করেছে পালিয়েছে বাঁচছি। এখন সব ধানের শীষে ভিড়ছে।  

শামা ওবায়েদ বলেছেন, ইউনূস সরকার ডেভিল হান্ট শুরু করেছে। গোপালগঞ্জে অনেক ডেভিল রয়েছে। তাই আমি গোপালগঞ্জ থেকে ডেভিল হান্ট শুরু করার জন্য বলবো। কারণ ৫ আগস্টের পরেও গোপালগঞ্জে আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিন মিজবা।  

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাবেক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এমএইচখান মঞ্জু, সাবেক জেলা বিএনপির সভাপতি এএইচএম শরফুজ্জামান জাহাঙ্গীর, সাবেক জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান পিনু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম তৌহিদুর রহমান তাজ, জেলা বিএনপির সদস্য কেএম বাবর, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।  

এর আগে সকাল ১০টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১১টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরু আগেই সমাবেশ কাণায় কাণায় পূর্ণ হয়ে যায়। কেন্দ্রীয় নেতারা আসার পরও বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। বিএনপি সমাবেশকে কেন্দ্র করে সারা শহর মিছিলের শহরের পরিণত।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা,  ফেব্রুয়ারি ২৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।