ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

রাজনীতি

চিতলমারীতে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
চিতলমারীতে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু নুর ইসলাম শেখ

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে সংঘর্ষে আহত বিএনপি কর্মী কৃষক নুর ইসলাম শেখ (৪৮) মারা গেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকায় ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরচিংগুড়ী গ্রামে তার জানাজা সম্পন্ন হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত নুর ইসলাম শেখ উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুড়ী গ্রামের জলিল শেখের ছেলে। গত ১৬ ফেব্রুয়ারি উপজেলার কলাতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি নেতা গোলাম কিবয়িরা মাস্টার ও মোস্তাফিজুর রহমান কচির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে নুর ইসলাম শেখসহ বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন।  

আহত নুর ইসলামকে প্রথমে টুঙ্গিপাড়া সেখান থেকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ দশদিন চিকিৎসাধীন শেষে তিনি মারা যায়।  

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাৎ হোসেন বলেন, হতাহতের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সন্ধ্যায় নিহতের দাফন সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।