ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

রাজনীতি

বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়ের আর অস্তিত্ব নেই: নাহিদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়ের আর অস্তিত্ব নেই: নাহিদ বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: বাংলানিউজ

ঢাকা: বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়ের আর অস্তিত্ব নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।  

শুক্রবার (৭ মার্চ) বিকেলে বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

নাহিদ বলেন, এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি থেকে একটি রাজনৈতিক দল হয়েছে। ফলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় আর এক্সিস্ট (অস্তিত্ব) করে না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান থাকবে, কেউ এই পরিচয় ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।  

আসছে উপদেষ্টা পরিষদ
বিভিন্ন শ্রেণি-পেশার সিনিয়র সিটিজেনদের নিয়ে এনসিপির উপদেষ্টা পরিষদ গঠনের কথা জানিয়েছেন নাহিদ। তিনি বলেন, শীঘ্রই আমরা এটি গঠন করব।  

এনসিপির আহ্বায়ক বলেন, তরুণরা আমাদের শক্তি। তবে আমাদের দলে শুধু তরুণরা থাকবে তা নয়, আমাদের যাত্রাপথে নানা শ্রেণি-পেশার মানুষ এসে যোগ দেবেন। আমাদের পরবর্তী কার্যক্রম হবে গ্রাম পর্যায়ে তৃণমূলের মানুষের সঙ্গে মিথষ্ক্রিয়া তৈরি করা, আলোচনা করে তাদের দলে টানা। সব পেশার মানুষের এনসিপিতে এসে যোগ দেওয়ার সুযোগ থাকবে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এফএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।