বরিশাল: বরিশালে যুবদল নেতা সুরুজ গাজি হত্যা মামলার প্রধান আসামি শাহিন সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৯ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।
এরআগে শনিবার দিনগত গভীর রাতে রাজধানীর মাদারটেক কাঁচাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩ ও ৮ এর যৌথ দল।
গ্রেপ্তার শাহীন সর্দার বরিশাল নগরীর কাউনিয়ার গাউয়াসার এলাকার মৃত দেলোয়ার সরদারের ছেলে এবং নগরের তিন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত আহ্বায়ক।
র্যাব-৮ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, গত ২ মার্চ আধিপত্য বিস্তারের জেরে নগরীর কাউনিয়া পেছনের স্কুল এলাকায় ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এসময় আরও একজন আহত হন। তাদের উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শাহিন গাজীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় নিহতের ভাই পরবর্তীতে কাউনিয়া থানায় মামলা দায়ের করে।
এর প্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা শাহিন সরদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। মামলার বাকী আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানান র্যাব-৮ অধিনায়ক।
র্যাব-৮ এর অধিনায়ক বলেন, হত্যার শিকার সুরুজ ও প্রধান আসামি শাহিন একই রাজনৈতিক দলের অনুসারী। তাদের মধ্যে রাজনৈতিক ও ব্যাবসায়িক বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এছাড়াও আর কোনো কারণ রয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে সরুজ হত্যায় সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার শেষে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।
রোববার দুপুরে কাউনিয়া হাউজিং এলাকায় এ বিক্ষোভ হয়।
এ সময় উপস্থিত ছিল, বরিশাল মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সেরাজুল হক ও সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, ওয়ার্ড শ্রমিকদল সভাপতি আতাউর রহমান, বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেল প্রমুখ।
প্রসঙ্গত, চলতি বছরের ২ মার্চ সুরুজকে কুপিয়ে হত্যা করে গ্রেফতার শাহীন, তার স্ত্রী শাবানা, তিন সন্তানসহ বেশ কয়েকজন। এ ঘটনার পর দুই দফায় অভিযুক্ত শাহীনের কাউনিয়ার বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ স্থানীয়রা। এরপর নিহত সুরুজের ভাই শাহিন গাজি বাদী হয়ে নগর পুলিশের কাউনিয়া থানায় শাহীনকে প্রধান আসামি করে তার স্ত্রী, দুই সন্তানসহ সাত জনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৭-৮ জনকে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
এমএস/জেএইচ