ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

রাজনীতি

সেই শিশুর মৃত্যু আমাদের অপরাধী করে: রুহিন হোসেন প্রিন্স

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
সেই শিশুর মৃত্যু আমাদের অপরাধী করে: রুহিন হোসেন প্রিন্স

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, মাগুরার সেই শিশুর মৃত্যু আমাদের লজ্জিত ও অপরাধী করে দেয়। রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমন ঘটনা, এমন মৃত্যু কীভাবে হচ্ছে? 

শুক্রবার (১৪ মার্চ) পল্টন মোড়ে সিপিবির ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে আয়োজিত ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুনা নূরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের নেতা হাসান হাফিজুর রহমান, ক্ষেতমজুর নেতা মোতালেব হোসেন, নারীনেত্রী রোকেয়া বেগম প্রমুখ। সমাবেশের শুরুতে একটি বিক্ষোভ মিছিল পল্টন এলাকা প্রদক্ষিণ করে।

প্রিন্স বলেন, সারা দেশে অব্যাহত খুন, ধর্ষণ, নৈরাজ্য, সন্ত্রাস প্রমাণ করে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারও ব্যর্থ হচ্ছে। শুধু নতুন রাজনৈতিক দলকে উৎসাহ দিলেই গণতান্ত্রিক পরিবর্তন ঘটে না। মব সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে রহস্যময় নির্লিপ্ততা, উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা জনমনে ক্ষোভ সৃষ্টি করছে।

তিনি বলেন, অবিলম্বে ন্যূনতম সংস্কার সাধন করে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করুন। জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে, জনগণের ম্যান্ডেটে সরকার গঠন না হলে, দেশে স্থিতিশীলতা আসবে না এবং অব্যাহত নারী নির্যাতন বন্ধ হবে না, গণমানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে না।

সভাপতির বক্তব্যে সাজেদুল হক রুবেল বলেন, সেই শিশুর মৃত্যুতে সারাদেশের মানুষ ক্ষুব্ধ। ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার খুন, ধর্ষণ কিংবা মব নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তো পারছে না। তাদের নাকের ডগায় এই মব সন্ত্রাস চলছে। কোনো কার্যকর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে না।

সমাবেশ থেকে নেতারা অবিলম্বে সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানান এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
আরকেআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।