ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

রাজনীতি

সাবেক মন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
সাবেক মন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই গ্রেপ্তার পাভেলুর রহমান শফিক খান

রংপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক খানকে রংপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

 

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে রংপুর নগরীর নুরপুর এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার পাভেলুর রহমান মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার নামে মাদারীপুর সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী হওয়া একাধিক মামলা রয়েছে।  

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।  

তিনি বলেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খানের নামে মাদারীপুর সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী হওয়া একাধিক মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি অন্যান্য বিষয় প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।