ঢাকা, শুক্রবার, ৬ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল নেতার মৃত্যু: সিরাজগঞ্জে বিএনপির ২ নেতার পদ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
ছাত্রদল নেতার মৃত্যু: সিরাজগঞ্জে বিএনপির ২ নেতার পদ স্থগিত কবির হোসেন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত হওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দলটি। এ ঘটনায় দুপক্ষের দুই নেতার পদ স্থগিত করা হয়েছে।

 

বুধবার (১৯ মার্চ) গভীর রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

পদ স্থগিত হওয়া নেতারা হলেন- এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও সাবেক সদস্য সচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদার।  

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনায়েতপুরে বালুমহাল ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক পর্যায়ে নাম আসায় থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও সাবেক সদস্য সচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদারের প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হলো। এছাড়া ঘটনার তদন্তে জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি করা হয়।  

কমিটির বাকি সদস্যরা হলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ।  

তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত প্রতিবেদন দিতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু বৃহস্পতিবার দুপুরে বলেন, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ করে। আমরা তাৎক্ষণিকভাবে এ ঘটনার তদন্তে কমিটি গঠন করেছি এবং দুজনের পদ স্থগিত করা হয়েছে।  

এদিকে, দলের দুই নেতার পদ তাৎক্ষণিক স্থগিত করা ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্থানীয় নেতা-কর্মীরা। দলের শৃঙ্খলা ফেরাতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া জেলা কমিটিকে ধন্যবাদও জানিয়েছেন তারা।

গত মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় এনায়েতপুরের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও সাবেক মন্ত্রী মেজর (অবসরপ্রাপ্ত) মঞ্জুর কাদের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত আটজন আহত হন। পরদিন বুধবার (১৯ মার্চ) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতেই এনায়েতপুর থানার কেজির মোড় এলাকায় আমিরুরল ইসলাম খান আলীমের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।