ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

রাজনীতি

শৃঙ্খলা ভঙ্গ: ফরিদপুরে ছাত্রদল নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
শৃঙ্খলা ভঙ্গ: ফরিদপুরে ছাত্রদল নেতা বহিষ্কার আব্দুল্লাহ আল মিলন

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে (২৭) বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বহিষ্কৃত আব্দুল্লাহ আল মিলন আলফাডাঙ্গা পৌর এলাকার কলেজ রোডের বাসিন্দা মো. আরফিন মোল্যার ছেলে।  

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার অধীনস্থ আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।  

আরও উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার (২০ মার্চ) এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আলফাডাঙ্গা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনকে বহিষ্কারের বিষয়টি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি।  

জানা যায়, আলফাডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলন ও তার দুই সহযোগীর নামে থানায় ধর্ষণ চেষ্টা মামলা হয়। মামলার পর থেকে অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল-মিলন পলাতক ছিলেন। গত ১৭ মার্চ রাতে আব্দুল্লাহ আল মিলনকে গাজীপুর জেলার জয়দেবপুর হোতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পরদিন ১৮ মার্চ ফরিদপুর আদালতে পাঠায় স্থানীয় থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।