ঢাকা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি গণহত্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে প্যালেস্টাইনের জায়নবাদী ইসরায়েলি বাহিনীর দ্বারা পরিচালিত নির্বিচারে হত্যাকাণ্ডের প্রতিবাদে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়।
প্রতিবাদ মিছিলটি সিপিবির কেন্দ্রীয় কার্যালয়, মুক্তিভবন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে পল্টনের মূল সড়ক প্রদক্ষিণ করে।
পুরানা পল্টন মোড়ে মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম।
সমাবেশে বক্তব্য রাখেন যথাক্রমে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম তার বক্তব্যে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলি বাহিনীর দ্বারা সংঘটিত এ গণহত্যা সাম্রাজ্যবাদের নগ্ন চেহারাকে আবারো উন্মোচিত করেছে। মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি মদদে এবং তাদের মধ্যপ্রাচ্যের সেবাদাসদের যোগসাজশে শতাব্দীর এ হামলা হয়েছে। যার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ ও তার আরব সহযোগীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের জনগণ চিরকালই প্যালস্টোইনের মুক্তি সংগ্রামের সঙ্গে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।
সিপিবির সাধারণ সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ হামলার মধ্যে ইসরায়েলি বাহিনী আবারো বিশ্ব জনমতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো। মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ দুনিয়ার কোনো বিবেকবান মানুষই বরদাশত করতে পারে না। কিন্তু জাতিসংঘ অত্যন্ত দুঃখজনকভাবে এ বিষয়ে উপযুক্ত ভূমিকা পালন করছেন না।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত ছিল অত্যন্ত কড়া ভাষায় এ হামলার প্রতিবাদ করা। কিন্তু কার্যতঃ সেটি হয়েছে অত্যন্ত দায়সারা প্রকৃতির।
সিপিবির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী বলেন, আন্তর্জাতিক আদালত এরই মধ্যেই প্যালেস্টাইনে ইসরায়েলি বাহিনীর পরিচালিত নৃশংস হত্যাকাণ্ডকে গণহত্যা বলে রায় দিয়েছে। ফলে মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তার এখন বিশ্ব জনতার দাবি। সে দাবি বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
আরকেআর/জেএইচ