ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

রাজনীতি

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট আরও আগে থেকে শুরু হয়েছিল: মোনায়েম মুন্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট আরও আগে থেকে শুরু হয়েছিল: মোনায়েম মুন্না বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বাংলাদেশের মানুষ অনেক নিরাপত্তাহীনতায় আছে। সরকার চেষ্টা করছে, তবে অসহযোগিতার কারণে তারা পারছে না।

এজন্য দরকার নির্বাচন। কারণ নির্বাচিত সরকারের জনগণের প্রতি জবাবদিহিতা থাকবে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের নগর খানপুর এলাকায় বিবি মরিয়ম স্কুলের পেছনে মহানগর যুবদলের আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় এক হাজার অসহায় ও সামর্থ্যহীন পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

মোনায়েম মুন্না বলেন, বিএনপি ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র মেরামতের জন্য যে দফাগুলো দিয়েছে সেখানে দেখবেন মানুষের নিরাপত্তা, অর্থনীতি সবকিছু এ ৩১ দফায় আছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, নির্বাচন ও সংস্কারকে সাংঘর্ষিক জায়গায় নেওয়ার কোনো দরকার নেই। সংস্কারও থাকবে নির্বাচনও করতে হবে।  

তিনি আরও বলেন, রমজানের প্রথম ঈদ সামগ্রী বিতরণের এ অনুষ্ঠান নারায়ণগঞ্জ ও ঢাকা দুই জায়গার করার কথা ছিল। নারায়ণগঞ্জ এটা প্রথমে করতে পেরেছে, এজন্য আমি নেতাদের ধন্যবাদ জানাই।

মোনায়েম মুন্না বলেন, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখনও সম্পূর্ণ গণতন্ত্রের স্বাদ পাইনি। কুচক্রী মহলের অপচেষ্টা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মধ্যে রেখেছে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট আরও আগে থেকে শুরু হয়েছিল। এ আন্দোলনের শুরুতে নেতৃত্ব দিয়েছেন আপসহীন নেত্রী খালেদা জিয়া। তার আপসহীন মনোভাব হাসিনার মসনদ কাঁপিয়ে দিয়েছিল। আজ তারেক রহমান বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।