ঢাকা, রবিবার, ৯ চৈত্র ১৪৩১, ২৩ মার্চ ২০২৫, ২২ রমজান ১৪৪৬

রাজনীতি

দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের বিচার করতে হবে: জোনায়েদ সাকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের বিচার করতে হবে: জোনায়েদ সাকি

পাবনা: দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের বিচার করতে হবে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেছেন, আওয়ামী লীগের যে নেতাদের নির্দেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছে অবিলম্বে তাদের বিচার করতে হবে।

একইসঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে জুলাই আগস্ট ২০২৪ এর অভ্যুত্থানে নির্বিচার হত্যাযজ্ঞ চালানোর জন্য।  

শনিবার (২২ মার্চ) পাবনা পুলিশ লাইন সংলগ্ন পিসিসিএস বাজার রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে এক আলোচনায় সভায় এসব মন্তব্য করেন জোনায়েদ সাকি।

গণসংহতি আন্দোলন পাবনা জেলার উদ্যোগে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও এর রূপরেখা’ শীর্ষক আলোচনা ও ইফতারের আয়োজন করা হয়।  

আলোচনা সভায় জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থানের ৭ মাস অতিক্রান্ত হওয়ার পরেও বিচার কাজ এখনো উল্লেখযোগ্য মাত্রায় এগোয়নি। ফলে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। সেই হতাশার প্রতিফল দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে।  

তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে বিশ্বের সামনে ইসলামী জঙ্গিবাদের উত্থান হিসেবে দেখাতে চায়। আর বাংলাদেশে তৌহিদী জনতার নামে মব তৈরি করে অরাজকতা তৈরি করা হচ্ছে। মাজার ভাঙা হচ্ছে, হামলা করা হচ্ছে। এই মব অরাজকতার কাজ কোনোভাবেই বাংলাদেশের পক্ষে যায় না। বরং ভারতীয় গণমাধ্যম যা দেখাতে চায় সেটাই ঘটছে। তাই আমাদের সময় এসেছে যারা অন্যায় করেছে নিয়মের তোয়াক্কা না করে নির্বাচন করেছে।  

গণসংহতি আন্দোলনের এ নেতা বলেন, দেশ স্বাধীনের পরে যে কয়টি নির্বাচন হয়েছে। সকল নির্বাচন নিয়েই কোনো না কোন প্রশ্ন উঠেছে। তাই সকলের গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সংস্কার কাজ করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। জনগণের ম্যান্ডেড নিয়ে সংসদে গিয়ে সকল কিছু আইনসম্মতভাবে করতে হবে। তবেই এই দেশের গণমানুষের সঠিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জুলহাসনাইন বাবু এবং সঞ্চালনা করেন জেলা সম্পাদক শেখ আজহারুল ইসলাম আজহার।

জোনায়েদ সাকি ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

সভায় আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতি পাবনা জেলার সভাপতি ও পাবনা বারের জিপি আরশেদ আলন, ক্যাপ্টেন ডা. সারোয়ার জাহান ফয়েজ, কবী কথা হাসনাত, বিশিষ্ট সমাজ সেবক আইমান জান চৌধুরী, বেড়া উপজেলা গণসংহতির আহ্বায়ক আব্দুল আলীম, পাবনা জেলার যুগ্ম সম্পাদক কামরুল হাসান লিটন, সাথিয়া উপজেলার আহ্বায়ক মুরাদ হোসেনসহ নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দলের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে সকলে ইফতার করেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।