বরিশাল: দীর্ঘ ১৫ বছর বাংলাদেশ ডাকাত ও খুনিদের দখলে ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ।
সোমবার (২৪ মার্চ) সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি এলাকায় 'চরবাড়িয়া সমাজকল্যাণ পরিষদের আয়োজনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
এ সময় আবু নাসের বলেন, আওয়ামী লীগের গুন্ডাবাহিনী একটি ইফতার মাহফিলও করতে দেয়নি। হামলা চালিয়ে পণ্ড করেছে ইফতার আয়োজন। দলের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা করেছে তারা। পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করেছে। বহু প্রাণও ঝরেছে। স্বৈরাচারী খুনি শেখ হাসিনার আমলে দীর্ঘ ১৫ বছর বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা হয়েছে। হামলা, মিথ্যা মামলা দিয়ে বিএনপির হাজার নেতাকর্মীদের কারাবরণ করতে হয়েছে।
তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবত দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। ভোটাধীকার হরণ করে। সন্ত্রাসী, চাঁদাবাজি এমন কোনো অপকর্ম নেই যে আওয়ামী লীগ করেনি। স্বৈরাচারী দলকে হটিয়ে দীর্ঘদিনের জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। নতুন করে এক স্বাধীনতা অর্জিত হয়েছে।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল স্বৈরাচারী খুনি হাসিনা। সময়ের প্রেক্ষাপটে নিজেই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হাসিনা। কিন্তু বেগম খালেদা জিয়া আগের মতোই দেশের মানুষ ও কর্মীদের মাঝে দেশের যোগ্য, ত্যাগী নেত্রী হিসেবেই রয়েছেন। মানবিকতা ও দেশপ্রেমের কারণেই মানুষের আস্থার প্রতীক বেগম খালেদা জিয়া। উন্নত রাষ্ট্রগঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন কেন্দ্রীয় নেতা আবু নাসের।
এ সময় ফ্যাসিস্ট স্বৈরাচারী পতনের আন্দোলনে আহত ছাত্র-জনতার সুস্থতা ও সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
চরবাড়িয়া ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শেখ শহিদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজকের তালাশের প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেন, কুয়েত বিএনপি'র সাধারণ সম্পাদক মো: নাসির হাওলাদার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, যুগ্ম আহ্বায়ক আলামিন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরি, স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন ।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এমএস/জেএইচ