ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

রাজনীতি

হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের ওপর হামলা, ঢাকায় এনসিপির বিক্ষোভ  

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের ওপর হামলা, ঢাকায় এনসিপির বিক্ষোভ  

ঢাকা: নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন নবগঠিত দলটির নেতাকর্মীরা।
 
সোমবার (২৪ মার্চ) রাত ১২টায় রাজধানীর বাংলামোটর থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়।


 
মিছিলে এনসিপির নেতারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।

আরও পড়ুন: এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদের ওপর হামলা
 
এসময় তারা ‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘মাসউদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’সহ একাধিক স্লোগান দেন।   
 
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, মোহাম্মদ ফারুক এহসান, জয়নাল আবেদীন শিশির, এনসিপি নেতা মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আসিকীন, ইসমাইল হোসেন সিরাজীসহ অনেকে।
 
নেতারা বলেন, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
 
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এফএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।