ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

রাজনীতি

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাসের পরিশোধের দাবি এনসিপির

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাসের পরিশোধের দাবি এনসিপির

ঢাকা: ইদের আগেই দেশের সব শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে শ্রমিক আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে গণমাধ্যমে নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে বিভিন্ন কল-কারখানায় বেতন-বোনাসের জন্য শ্রমিকরা আন্দোলন করছেন। শ্রম ভবনের সামনেও শ্রমিকরা অবস্থান করছেন। এরমধ্যে স্টাইল ক্রাফটস লিমিটেডের শ্রমিকদের ১৪ মাসের মজুরি বকেয়া রয়েছে। আন্দোলনরত অবস্থায় স্ট্রোক করে এই কোম্পানির কর্মকর্তা রাম প্রসাদ সিং জনি মারা গেছেন। একই স্থানে ৩ মাসের বকেয়া মজুরির দাবিতে অ্যাপারেলস ইকো প্লাস লিমিটেডের শ্রমিকরা আন্দোলন করছেন। এছাড়াও, এক মাসের বকেয়া বেতন ও লে-অফ ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনের সামনে ভালুকার রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা অবস্থান করছেন।

বিজ্ঞপ্তিতে আর বলা হয়, শুধু পোশাক শ্রমিক নন; সিলেটের কালাগুল, বুরজান, ছড়াগানসহ চারটি চা-বাগানের শ্রমিকগণ ১৪ সপ্তাহ ধরে মজুরি এবং ৮ সপ্তাহ ধরে রেশন পাচ্ছেন না। এসব সমস্যা সমাধানে সরকারকে দায়িত্বশীল অবস্থান থেকে শ্রমিকের সমস্যার সুরাহা করতে হবে। শ্রমিকের জীবনের সংকটকে আড়াল করা যাবে না। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজন শ্রমিকরা। ছাত্র-শ্রমিক-জনতার রক্তের ওপর দাঁড়িয়েই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। ফলে, সামনের বাংলাদেশ শ্রমজীবী জনতাকে অন্তর্ভুক্ত করেই এগিয়ে যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের আগেই সকল শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার জোর দাবি করছি। বাংলাদেশের শ্রম খাতকে সংস্কারের মাধ্যমে পূনর্গঠন করা এখন সময়ের চাহিদা। একইসাথে, ন্যায্য দাবিতে শ্রমিকের আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানাই আমরা। পুলিশকে আমরা ফ্যাসিস্ট আমলের পুলিশের ভূমিকায় দেখতে চাই না। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে শ্রমিকদের মজুরি সংক্রান্ত সকল ন্যায্য দাবি-দাওয়া পূরণ করার করার দাবি জানায় এনসিপি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।