ঢাকা, শনিবার, ১৫ চৈত্র ১৪৩১, ২৯ মার্চ ২০২৫, ২৮ রমজান ১৪৪৬

রাজনীতি

হাসিনার ফ্যাসিবাদতন্ত্র এখনো শেষ হয়নি: রাশেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
হাসিনার ফ্যাসিবাদতন্ত্র এখনো শেষ হয়নি: রাশেদ বক্তব্য দিচ্ছেন মো. রাশেদ খাঁন

কুষ্টিয়া: শেখ হাসিনার ফ্যাসিবাদতন্ত্র এখনো শেষ হয়নি মন্তব্য করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, একাত্তরের সঙ্গে চব্বিশকে কোনোভাবেই তুলনা করা যাবে না। চব্বিশ আমাদের হাতে আরেকটি সুযোগ তৈরি করে দিয়েছে।

এইবার যদি আমরা গড়তে না পারি, তাহলে এই গণঅভ্যুত্থান অতীতের বিপ্লবের মতো ব্যর্থ হবে।

বুধবার (২৬ মার্চ) কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খাঁন বলেন, চব্বিশে আমরা সর্বশেষ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। এই লড়াই সবে মাত্র শুরু হয়েছে। হাসিনার পতন হয়েছে, কিন্তু হাসিনার ফ্যাসিবাদ তন্ত্র এখনো শেষ হয়নি। এখনো সচিবালয়, পুলিশ, র‌্যাপিড অ্যাকশন (র‌্যাব), বডর্ার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) সব বাহিনীতে আওয়ামী লীগের প্রেত্মাতারা রয়েছে। আমাদের লড়াই তখনই শেষ হবে, যখন আমরা আওয়ামী লীগের সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে ফেলতে পারব।

তিনি বলেন, ৩৬ দিনের আন্দোলনে হাসিনার পতন হয়নি, এটি ছিল একটি ধারাবাহিক প্রক্রিয়া। এতে বিএনপি, জামায়াত, ছাত্রদল, ছাত্রশিবির এমনকি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। ফলে হাসিনার পতন ত্বরান্বিত হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, তাদের সবচেয়ে বড় ভুল ছিল সেনাবাহিনীকে উসকানি দিয়ে আরেকটি ১/১১ সৃষ্টির পাঁয়তারা করা। বাংলাদেশে গণঅধিকার পরিষদ কোনো ১/১১ হতে দেবে না।

তিনি বলেন, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমরা কয়েকটি দাবি জানিয়েছি। সেগুলো হলো- গণহত্যার বিচার করতে হবে; প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ মানবে না।

এসময় তিনি হাসনাত আব্দল্লাহ-সার্জিসের সর্ম্পকে বলেন, সেনাবাহিনী তাদের ডাকেনি, তারা স্বপ্রণোদিত হয়ে গিয়েছিলেন। মোবাইল ম্যাসেজ তার বড় প্রমাণ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস এবং গণঅধিকার পরিষদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক তৌকির আহমেদ প্রমুখ।  

এর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন রাশেদ খাঁন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।