ঢাকা: আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের সাথে আরও কিছু নতুন দোসর তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, স্বৈরাচারের এ নতুন দোসররা ক্ষমতার মোহে পরে গেছে।
বুধবার (২৬ মার্চ) দিনব্যাপী রাজধানীর পল্লবী রুপনগর থানার ছয়টি স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সংস্কার চাচ্ছেন ৫ আগস্টের পরে। আর বিএনপি সংস্কার চেয়েছে ১৩ জুলাই ২০২৩ সালে। প্রায় দুই বছর আগেই আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা বলেছেন।
তিনি আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যা যুগের পর যুগ চলবে। সমস্যা থাকবে তার সমাধান হবে। সমস্যা তৈরি হবে সমাধান হবে কিন্তু সংস্কার বা স্বৈরাচার শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বা থাকতে পারে না।
বিএনপি ওই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি সব সময় বিশ্বাস করে জনগণই হচ্ছে সব ক্ষমতার উৎস। সেই ক্ষমতার উৎসকে ধারণ করে জনগণের প্রতি বিশ্বাস ও আস্থা রেখে বিএনপির প্রত্যেকটি কর্মকাণ্ড দলের প্রত্যেকটি কর্মপরিকল্পনা হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে। সাধারণ মানুষকে সাথে নিয়েই বিএনপি এগিয়ে যেতে চায়।
এ সময় তিনি আরও বলেন, মানুষ ভোট দিতে চায়। নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকারই পরিপূর্ণভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার করবে। পরিপূর্ণভাবে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করবে এবং স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় আনতে।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
টিএ/এএটি