ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

ফ্যাসিস্টরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে: কাদের গনি চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
ফ্যাসিস্টরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘১৭ বছর ধরে বাংলাদেশের নির্যাতিত জনগণ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারেনি। ’

তিনি বলেন, ‘আমরা চাই, বাংলাদেশ থেকে আজীবনের জন্য ফ্যাসিবাদ দূর হয়ে যাক।

ফ্যাসিবাদ যেন বাংলার মাটিতে আর কখনো স্থান না পায়। ’

সোমবার (৩১ মার্চ) গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ঈদুল ফিতরের নামাজ শেষে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন কাদের গনি চৌধুরী।

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ স্বৈরাচারীর শৃঙ্খল থেকে মুক্ত। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, যেন ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। ’

এ সময় উপজেলা বিএনপির সদস্য মো. সরোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এম মোরশেদ হাজারী, ওসমান তাহের সম্রাট, হাজী মাহবুবুল আলম, হাসান মুন্সি, মুহাম্মদ হোসেন, শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।