ভোলা: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমরা যারা রাজনীতি করছি ও জনগণের প্রতিনিধিত্ব করছি, তাদের বড় নেতা হওয়ার চাইতে আগে ভালো মানুষ হতে হবে।
সত্যিকারের মানুষ হতে পারলেই আমরা রাজনীতিবিদরা মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নিতে পারব।
নাজিউর রহমান মঞ্জু মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকীর সভায় এসব কথা বলেন তিনি।
সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (৬ এপ্রিল) ভোলার উকিল পাড়ার নিজ বাসভবন ‘শান্তনীড়ে’ বিকেল সাড়ে ৫টায় এক সভায় এ কথা বলেন পার্থ।
ভোলার বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা পর্যায়ের নেতারাসহ সর্বস্তরের অনেকে এ সভায় অংশ নেন।
নাজিউর রহমান মঞ্জু ২০০৮ সালের ৬ এপ্রিল লিভারের সমস্যাজনিত কারণে মারা যান।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
এসআই