ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

ওআইসি কেন ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে না, প্রশ্ন বুলবুলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
ওআইসি কেন ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে না, প্রশ্ন বুলবুলের সমাবেশে বক্তব্য দিচ্ছেন অতিথিরা। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিশ্বের কোনো মুসলিম শাসক ক্ষমতায় থাকতে পারবেন না- এমন মন্তব্য করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেছেন, মুসলিম বিশ্বের শাসকরা ইসরায়েলকে যদি আজ থামাতে না পারে তাহলে প্রতিটি দেশে কঠোর আন্দোলন তৈরি হবে।

সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত হামলা ও নৃশংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়।  

নুরুল ইসলাম বুলবুল বলেন, তথাকথিত ইসলামী রাষ্ট্রগুলোর যে সংগঠন ‘ওআইসি’ ইসরায়েলি বাহিনীকে গাজায় হামলা করার জন্য লাইসেন্স দিয়ে দিছে। তা নাহলে তারা কীসের জন্য এখন পর্যন্ত বসে আছে। আজ কেন তারা ঐক্যবদ্ধ হচ্ছে না ইসরায়েলের বিপক্ষে।  

তিনি বলেন, আমরা ১৮ কোটি জনগণের পক্ষ থেকে সরকারকে বলতে চাই, আপনারা লিখিতভাবে জাতিসংঘের কাছে জানতে চান তারা কেন চুপ করে আছে।  

নুরুল ইসলাম বুলবুল বলেন, জাতিসংঘ কেন নিন্দা প্রস্তাব আনতে পারছে না। জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে, আমরা তাদের ধিক্কার জানাই। জাতিসংঘের এমন আচরণে আমরা বিক্ষুব্ধ, পৃথিবীর ২০০ কোটি মুসলমান আজ বিক্ষুব্ধ।  

নেতানিয়াহুকে থামানোর জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনিকে কেন্দ্র করে বিশ্বে যদি নতুন বন্দোবস্ত চালু হয় তাহলে জাতিসংঘ আপনারা কিন্তু নিজেদের রক্ষা করার জায়গা পাবেন না। আল্লাহ রাসুলের ভবিষ্যৎ বাণী ইহুদি রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ।  

নুরুল ইসলাম বুলবুল বলেন, ইসরায়েল মানবতার শত্রু। ইসরায়েল বিশ্ব মুসলিম উম্মার শত্রু। ইসরায়েলকে রুখে দেওয়ার যাত্রা বাংলাদেশ থেকেই শুরু হবে।

এ সময় জামায়েত ইসলামীর ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি শামসুর রহমান বলেন, ইসরায়েল যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে তা অবশ্যই মানবতাবিরোধী অপরাধ। আজ বিশ্বের সব মুসলিমকে একত্রিত হতে হবে। আজ গাজার পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ফরজ হয়ে গেছে।  

ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি আবদুল মান্নান বলেন, মুসলিম উম্মাকে আজ বলতে চাই, গাজার পাশে দাঁড়াতে হলে ইসরায়েলকে বয়কট করতে হবে। ইসরায়েলকে পরাজিত করতে হলে মুসলিম উম্মার একত্রিত হওয়া ছাড়া কোনো উপায় নেই।  

সহকারী সেক্রেটারি কামাল হোসেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে ২০২৩ সালের পর থেকে আজ পর্যন্ত ৬১ হাজারের ওপর ফিলিস্তিনিবাসীকে হত্যা করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন বলেন, সমগ্র বিশ্বের মুসলিমরা যখন ঈদের আনন্দ উপভোগ করছিলেন তখন ইসরায়েল ফিলিস্তিনে বোমা হামলা করে গাজাবাসীর ঈদ আনন্দ ম্লান করে দিয়েছে। ইসরায়েলকে বলতে চাই, আমরা মুসলিমরা মৃত্যুকে ভয় করি না। জাতিসংঘকে বলতে চাই, আপনারা কী ইসরায়েলের হত্যাযজ্ঞ দেখছেন না। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি আবদুল মান্নান, সহকারী সেক্রেটারি কামাল হোসেন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি শামসুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, ইসলামী চিন্তাবিদ খলিলুর রহমান মাদানি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ