ঢাকা, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি সবসময় মানবতার কথা বলে: আমিনুল হক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
বিএনপি সবসময় মানবতার কথা বলে: আমিনুল হক

ঢাকা: ফিলিস্তিনির গাজায় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে বিএনপি বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা র‍্যালি করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার কথা বলে।

মানবতার পক্ষে কাজ করে। তাই বিএনপি মানবতার পক্ষে আগামীকাল ঢাকার নয়াপল্টন থেকে র‍্যালি বের করবে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার নয়াপল্টনস্হ ভাসানী ভবন মিলনায়তনে ফিলিস্তিনির গাজা ও রাফায় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি সফল করতে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আমিনুল হক বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল ইহুদিবাদীরা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তা কোনো যুদ্ধ নয়; বরং তা মানবতাবিরোধী কাজ। তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা সারা পৃথিবীর মানুষ মেনে নেয় নাই। আমাদেরও তা কাম্য নয়।

তিনি বলেন, ইসরায়েলি ইহুদিবাদীদের নির্মমতা ও নিষ্ঠুরতা থেকে রেহাই পাচ্ছে না নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ বাড়িঘর ও বেসামরিক স্থাপনা। এমনকি হাসপাতালও তাদের জিঘাংসা থেকে মুক্ত থাকেনি। আমরা এই নির্মমতা, বর্বরতা, নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমিনুল বলেন, যারা আমাদের মুসলমান ভাইদের হত্যা করছে, আঘাত করছে, তাদের কোনো পণ্য আমরা ব্যবহার করতে পারি না। আমরা ইতোমধ্যেই ইসরায়েলি পণ্য বর্জন করেছি। তবে বর্জনের নামে যারা ভাঙচুর ও লুটতরাজ করছে, এটাকে কোনো অবস্থাতেই সমর্থন করা যাবে না। ভাঙচুর ও বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অন্তর্বর্তী সরকারের ভেতরে একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করছে বলে অভিযোগ এনে বিএনপির এই নেতা বলেন, বিএনপি বাংলাদেশে একটি সুন্দর সমাজ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। মানবিকতার পক্ষে আমাদের যে অবস্থান সেটাকে আরও সুদূর করার লক্ষ্যে আমাদের সবাইকে ঐকবদ্ধ হতে হবে।

যৌথসভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক (দপ্তর), আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মো. ইউসুফ, তুহিরুল ইসলাম তুহিন, আফাজ উদ্দিন, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।

এ ছাড়াও সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সব থানা ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীল নেতারা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।