ঢাকা, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মাইজভান্ডার দরবার শরীফের মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মাইজভান্ডার দরবার শরীফের মানববন্ধন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের সকল আওলাদে পাক।  

মানববন্ধনে তারা বলেন, জায়নবাদী ইসরায়েল বিশ্বমানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিনে ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বোমা হামলা করে শত শত নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করছে। ইসরায়েলের এই গণহত্যা বন্ধে ও ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।  

মানববন্ধনে যোগ দিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির চেয়ারম্যান বলেন, গাজায় বোমা হামলার ঘটনা শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, এটি আন্তর্জাতিক আইন এবং মানবতার প্রতি চরম অবজ্ঞা। যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েল গাজায় একের পর এক নির্মম বর্বরতা চালাচ্ছে। তাদের মদদ দিচ্ছে মানবতার বুলি আওড়ানো জাতিসংঘ ও আমেরিকা। সেখানে নিরপরাধ নিষ্পাপ শিশুদের ওপর যে বর্বরতা চালানো হচ্ছে, তা চরম মানবাধিকারের লঙ্ঘন।  

তিনি বলেন, বিশ্বের এমন কোনো যুদ্ধ আইন নেই, যে আইনে গণহত্যা করা বৈধ। আমরা দেখছি, মানবতার ধোঁয়া ওড়ানো বিশ্ব মোড়লরা নিশ্চুপ। মসজিদুল আকসা এবং ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ওআইসি গঠন করা হয়েছিল। কিন্তু তারাও আজ নির্জীব।  

বিএসপি চেয়ারম্যান বলেন, জায়নবাদী ইসরায়েল গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে ৭০০ কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এসব করে দখলদার আগ্রাসী ইসরায়েলি বাহিনীর শেষ রক্ষা হবে না। বরং অচিরেই ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে।  

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।