ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কাহালু উপজেলা আ.লীগের ২ নেতা ঢাকায় গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, এপ্রিল ১২, ২০২৫
কাহালু উপজেলা আ.লীগের ২ নেতা ঢাকায় গ্রেপ্তার হেলাল উদ্দিন কবিরাজ ও সুরুজ উদ্দিন কবিরাজ

বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ (৬৫) ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুরুজ উদ্দিন কবিরাজকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) ভোরে ঢাকার আদাবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হেলাল বগুড়ার কাহালু পৌরসভার সাবেক মেয়র এবং তার ছেলে সুরুজ কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।  

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হেলাল ও তার ছেলে সুরুজ আত্মগোপনে ছিলেন। তাদের নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে নয়টি মামলা রয়েছে। এর মধ্যে হেলালের নামে পাঁচটি ও সুরুজের নামে চারটি মামলা। তারা ঢাকায় আদাবর এলাকায় আত্মগোপনে ছিলেন।

বগুড়া জেলা পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গোপন সংবাদ পেয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকায় গিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজনকে বগুড়ায় আনা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।