ঢাকা: রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার (২৩ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন-ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্য সচিব আব্দুল মতিন মাস্টার (৫২), ৭১ নাম্বার ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা (৩৮) ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলাউদ্দীন।
ডিবি সূত্রে জানা যায়, মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মতিন মাস্টারকে ও মোস্তাক ফকির ওরফে বাঘাকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম।
অন্যদিকে গতকাল রাতে চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হাজী আলাউদ্দীনকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম।
গ্রেপ্তারদের বিরুদ্ধে নানাভাবে সংগঠিত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এজেডএস/জেএইচ