ফেনী: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সমাজ ও বিপ্লবী ছাত্র সংসদ।
শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর ফেনী শহরের জহিরিয়া জামে মসজিদ ও ফেনী বড় জামে মসজিদ থেকে পৃথকভাবে মিছিলগুলো বের হয়।
মিছিলে তিনটি সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও অংশ নেন সাধারণ মানুষ ও মুসল্লিরা।
মিছিলটি শহরের ট্রাংক রোড, এসএসকে সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নতুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।
জুলাই-আগস্ট বিপ্লবের খুনি হাসিনা ও আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করতে চাইবে। এ দেশের মুক্তিকামী মানুষ তাদেরও প্রত্যাখ্যান করবে।
মিছিল ও সমাবেশ থেকে ইন্টেরিম সরকারের কাছে দাবি তোলা হয় আইন করে যেন আওয়ামী লীগের বল কার্যক্রম নিষিদ্ধ করা হয়। বিপ্লবী ছাত্রসমাজ ফেনী জেলা প্রতিনিধি নাইম ফরায়েজীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহমেদ। বিপ্লবী ছাত্রসমাজের প্রতিনিধি, বদরুদ্দোজা নোবেল, শাহরিয়ার সোহান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বক্তব্য দেন। তাহমিদ উদ্দিন বিপ্লবী ছাত্রসংসদ থেকে বক্তব্য দেন। আপ বাংলাদেশ থেকে বক্তব্য দেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চল সংগঠনের বখতিয়ার মুজাহিদ সিয়াম, অ্যাডভোকেট আব্দুল আলিম।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এসএইচডি/আরবি