ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মঞ্চে আখতারের ইমামতিতে নামাজ আদায় এনসিপি নেতাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, মে ২, ২০২৫
মঞ্চে আখতারের ইমামতিতে নামাজ আদায় এনসিপি নেতাদের সমাবেশ মঞ্চে নামাজ পড়ছেন এনসিপির নেতারা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিট এই কর্মসূচির আয়োজন করেছে।

সমাবেশ চলাকালে আসরের নামাজের সময় হলে মঞ্চেই নামাজ আদায় করেন দলটির নেতারা।

শুক্রবার বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে করা মঞ্চে নামাজে দাঁড়ান এনসিপি নেতারা। নামাজে ইমামতি করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।

এর আগে বিকাল ৩টায় সমাবেশ শুরু হয়। মঞ্চে উপস্থিত হন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা।

এর আগে জুমার নামাজের পর থেকেই সমাবেশস্থলে মিছিল নিয়ে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। এসব মিছিলে দলটির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্ব দিতে দেখা গেছে।

সমাবেশে বক্তব্য রাখেন মো. নাহিদ ইসলাম, আখতার হোসেন, সামান্তা শারমিন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারাসহ অনেকে।

সমাবেশ থেকে অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়ার আহ্বান জানানো হয়।

বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না সমাবেশে হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা।  

পাশাপাশি অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানানো হয়। এনসিপির নেতারা বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্য জুলাই সনদ কার্যকর করতে হবে। জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা থাকতে হবে।

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।